হবিবপুর

বিএসএফ-এর গুলিতে নিহত বাংলাদেশী গরু পাচারকারী

 

গরু পাচারে বাধা। আর সেই কারণে বিএসএফের উপর চড়াও হল বাংলাদেশী গরু পাচারকারী। আত্মরক্ষায় পাচারকারীকে গুলি করল টহলরত বিএসএফ জওয়ান। ঘটনাটি হবিবপুর থানার জাজইল অঞ্চলের নব ধরম গ্রামের ঘটনা।

    মঙ্গলবার রাতে হবিবপুর থানার জাজইল অঞ্চলের নব ধরম গ্রামের ইটা ঘাঁটি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকা পাহারা দিচ্ছিল বিএসএফ জওয়ানরা। এমন সময় বাংলাদেশী গরু পাচারকারী গরু নিয়ে সীমানা পার হওয়ার চেষ্টা করলে প্রহরায় থাকা ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা বাধা দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে পাচারকারী। চড়াও হয় টহলরত জওয়ানের উপর। আত্মরক্ষার জন্য পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় জওয়ানেরা। আর তাতেই ঘটনাস্থলে একজন পাচারকারী মারা যায়। সেই সঙ্গে উদ্ধার হয় ২টি মোষ ও ৪টি গরু। এরপর মৃতদেহটি উদ্ধার করে বুলবুল চন্ডী আর.এন.রয় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।